বিজ্ঞানভিত্তিক ক্রিয়াযোগ অভ্যাসের ওপর ত্রিশ বছরের অধিক সময় ধরে তাঁর শ্রেণীপাঠেতে দেওয়া শ্রীশ্রী পরমহংস যোগানন্দের স্বীয় নির্দেশ যোগদা সৎসঙ্গ পাঠমালাতে সবিস্তারে বর্ণিত আছে।
এছাড়াও, এই পাঠমালায় সমতাপূর্ণ শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক কল্যাণে তাঁর প্রক্রিয়া ও ব্যবহারিক নির্দেশনা — স্বাস্থ্য, নিরাময়, সাফল্য ও সমন্বয়, জীবনের প্রতি ক্ষেত্রে যোগের অবদান প্রদান করে। “সম্যক জীবনযাপন” -এর এই মূলনীতি সফল ধ্যান অভ্যাসের অপরিহার্য অঙ্গ।
পাঠমালার জন্য এখনও নাম নথিভুক্ত না করে থাকলে, এই পৃষ্ঠাতে দেওয়া ধ্যানের ওপর কিছু প্রাথমিক নির্দেশাবলি এখনই প্রয়োগ করে আপনি শান্তি ও ঐশ্বরিক সংযোগের অনুভূতি পেতে পারেন।
ধ্যানের প্রাথমিক অভ্যাসের ওপর আরও কিছু নির্দেশ
ভিডিও দেখাও
সঠিক দেহভঙ্গি
ভিডিও দেখাও
নিবিষ্ট মনোযোগ
ভিডিও দেখাও
ধ্যানের শুরুতে
ভিডিও দেখাও
প্রার্থনা ও সংকল্প
ভিডিও দেখাও