যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া (ওয়াইএসএস) কর্তৃক আয়োজিত আধ্যাত্মিক ও মানবহিতৈষী কার্য সম্পাদনে সকল সাহায্য প্রদানকারীদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।

সোসাইটিকে প্রদত্ত দান যোগদা সৎসঙ্গ পাঠমালার মুদ্রণে, বই ও অন্যান্য প্রকাশনা, অডিও-ভিডিও রেকর্ডিং, বক্তৃ্তা-সফর, নিভৃতাবাস কর্মসূচী এবং ব্যক্তিগত পরামর্শদানের মাধ্যমে পরমহংস যোগানন্দজির শিক্ষাপ্রচারের কাজে ব্যয়িত হয়। ভারতের বিভিন্ন স্থানে যোগদা সৎসঙ্গ সোসাইটির দাতব্য, শিক্ষামূলক ও চিকিৎসা সংক্রান্ত কার্যাবলি সচল রাখার কাজেও আর্থিক অবদান ব্যবহৃত হয়ে থাকে।

অনলাইন

ভারতীয় বা বিদেশি নাগরিক, উভয়ের প্রদত্ত দান অনলাইনে গ্রহণ করা হয়।

ডাকযোগের মাধ্যমে

ভারতীয় নাগরিকদের অর্থদানের ফর্মটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করতে অনুরোধ করা হচ্ছে; অনুগ্রহ করে ফর্মটি পূরণ করুন এবং ডাকযোগে এখানে পাঠান:

Yogoda Satsanga Sakha Math,
Paramahansa Yogananda Path
Ranchi 834001, Jharkhand.
 

আর্থিক দান যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়ার আনুকূল্যে অ্যাকাউন্ট পেয়ি চেক অথবা রাঁচির কোনো ব্যাঙ্কে আমানতযোগ্য ড্রাফট সহযোগে পাঠানো যেতে পারে।

বিদেশি নাগরিকদের অর্থদানের ফর্মটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করতে অনুরোধ করা হচ্ছে; অনুগ্রহ করে ফর্মটি পূরণ করুন এবং ডাকযোগে এখানে পাঠান:

Yogoda Satsanga Society of India
21, U.N. Mukherjee Road, Dakshineswar
Kolkata 700 076, West Bengal, INDIA.
 

আর্থিক দান যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়ার আনুকূল্যে অ্যাকাউন্ট পেয়ি চেক অথবা কলকাতার কোনো ব্যাঙ্কে আমানতযোগ্য ড্রাফট সহযোগে পাঠানো যেতে পারে।

জিজ্ঞাস্য প্রশ্ন

আপনাদের মনে কোনও প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সাহায্য করতে পারলে খুশি হব।

অনলাইনে আর্থিক সাহায্যপ্রেরণ সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য:

আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের সাহায্য কাম্য, এবং যথাযথভাবে সমাদৃত।

যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া আয়কর আইন, ১৯৬১-এ একটি দাতব্য সংস্থারূপে স্বীকৃত। সোসাইটিতে (PAN: AAATY0283H) প্রদত্ত দানরাশি আয়করে ৮০-জি বিভাগে বর্ণিত ছাড় পাওয়ার যোগ্যতাপ্রাপ্ত।

এই শেয়ার করুন