পরমহংস যোগানন্দ (১৮৯৩ – ১৯৫২) আধুনিক যুগের এক বিশিষ্ট আধ্যাত্মিক ব্যক্তিরূপে বিবেচিত |
অটোবায়োগ্রাফি অফ এ য়োগি – সর্বাধিক বিক্রিত আধ্যাত্মিক ধ্রুপদীর লেখক, শ্রদ্ধেয় এই বিশ্বগুরু লক্ষ লক্ষ পাঠককে প্রাচ্যের চিরঞ্জীবী জ্ঞানের সাথে পরিচিত করিয়েছেন। পাশ্চাত্যে এখন তিনি যোগের জনক রূপে অধিক পরিচিত। ১৯১৭ তে তিনি যোগদা সৎসঙ্গ সোসাইটি এবং ১৯২০ তে সেল্ফ-রিয়লাইজেশন ফেলোশিপ প্রতিষ্ঠা করেন, এই সংস্থাই শ্রীমৃণালিনী মাতার উত্তরসূরি হয়ে পঞ্চম অধ্যক্ষ শ্রীশ্রী স্বামী চিদানন্দ গিরির নেতৃত্বে তাঁর আধ্যাত্মিক উত্তরাধিকার বহন করে চলেছে।
পরমহংস যোগানন্দ তাঁর যে বিশ্বজনীন শিক্ষায় লক্ষ লক্ষ মানুষের জীবন গভীরভাবে প্রভাবিত করেছেন:
- ক্রিয়াযোগ ধ্যানের বিজ্ঞান,
- সকল প্রকৃত ধর্মের মধ্যে মৌলিক সংহতি,
- শরীর, মন এবং আত্মায় সুস্থতা এবং সুষম স্বাস্থ্যের কৌশল।
তাঁর শিক্ষা ও তাঁর শেখানো ধ্যানপ্রক্রিয়া এখন যেভাবে পাওয়া যায়:
- যোগদা সৎসঙ্গ অনুশীলনী, যোগানন্দজির নিজের সৃষ্ট গৃহ-পাঠ্যের এক বিস্তৃত ধারা;
- তাঁর প্রতিষ্ঠিত সংস্থা ওয়াইএসএস থেকে প্রকাশিত বইপত্র, রেকর্ডিংস ও অন্যান্য প্রকাশনা, তাঁর শিক্ষা ভারত ও প্রতিবেশী দেশগুলিতে প্রচারের জন্য তিনি প্রতিষ্ঠা করেন;
- সারা দেশে ছড়িয়ে থাকা ওয়াইএসএস আশ্রম ও ধ্যানকেন্দ্রগুলিতে যোগদা সৎসঙ্গ সোসাইটি-র সন্ন্যাসীরা অনুষ্ঠানগুলি পরিচালনা করেন।