প্রার্থনা এবং সংকল্পবাক্য

সংকল্পবাক্যের তত্ত্ব এবং নির্দেশাবলি হে সর্বব্যাপী রক্ষাকর্তা….জীবনে-মরণে, রোগে, দুর্ভিক্ষে, মহামারীতে, বা দারিদ্রে, আমি যেন সর্বদা তোমাকে ধরে থাকি। আমাকে বুঝতে সাহায্য করো যে আমি শৈশব, যৌবন, বার্ধক্য এবং বিশ্বের উত্থানপতনজনিত পরিবর্তনের দ্বারা অস্পৃষ্ট, অবিনাশী আত্মা।
হে পিতা, তোমার অসীম সর্বরোগহারী শক্তি আমার মধ্যে আছে। আমার অজ্ঞতার অন্ধকার ভেদ করে তোমার আলো প্রকাশিত করো। যেখানেই এই আরোগ্যকারী আলো উপস্থিত, সেখানেই পরিপূর্ণতা। অতএব পরিপূর্ণতা আমাতে রয়েছে।
সমস্ত জ্ঞান এবং শক্তি আমার আত্মায় এখনই বর্তমান, স্বজ্ঞালব্ধ এই উপলব্ধি দ্বারা আমি আমার দিব্য জন্মাধিকার দাবি করি।
পরমপ্রিয় ঈশ্বর, আমি যেন জানি যে সুখে-দুঃখে, জীবনে-মরণে, তোমার অদৃশ্য, সর্বরক্ষাকারী আচ্ছাদন সর্বদাই আমাকে ঘিরে রয়েছে।
ঈশ্বর আমার মধ্যে, এবং আমার চারিপাশে রয়েছেন, আর আমাকে রক্ষা করছেন; তাই আমি তাঁর পথদর্শী আলোর প্রতিবন্ধক ভয়টিকে নির্বাসিত করব।
আমি জানি যে ঈশ্বরের ক্ষমতা অসীম, আর যেহেতু আমি তাঁর প্রতিরূপে গড়া, আমারও সমস্ত বাধা অতিক্রম করার শক্তি রয়েছে।
আমি আত্মার সৃজনশীল শক্তির অধিকারী। সেই অসীম বুদ্ধিমত্তা আমাকে পথ দেখাবে এবং প্রত্যেক সমস্যার সমাধান করবে।
আমি নিশ্চিন্ত হয়ে মনের সব ভার ঝেড়ে ফেলে দিই, যাতে ঈশ্বর আমার মাধ্যমে তাঁর বিশুদ্ধ প্রেম, শান্তি, ও জ্ঞান প্রকাশ করতে পারেন।

এই শেয়ার করুন