২০২৩-এ ক্রিসমাস উপলক্ষ্যে অধ্যক্ষের চিঠি

১২ ডিসেম্বর, 2023

প্রীতিভাজনেষু,

ক্রিসমাসের আনন্দোৎসব উপলক্ষ্যে পরমহংস যোগানন্দের আশ্রমগুলি থেকে আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন! আধ্যাত্মিক সম্ভাবনাময় এই পবিত্র শুভক্ষণ যখন আসে, তখন অন্তহীন কূটস্থ-চৈতন্য – অর্থাৎ প্রেমময়, সর্বব্যাপী ঈশ্বর-চেতনা – থেকে এক স্বর্গীয় শান্তি সমগ্র সৃষ্টিতে পরম উৎসাহে নিঃসরিত হতে থাকে। ওই উন্নয়নকারী, প্রশান্ত স্পন্দনের এমন ক্ষমতা আছে যে, আমরা যদি নিজেদের ভাবগ্রাহী করে তুলি, তবে তা প্রকৃত আত্ম-উপলব্ধির এক বাস্তবিক অভিজ্ঞতা প্রদান করে আমাদের মধ্যে প্রগাঢ় রূপান্তর আনতে পারে। প্রার্থনা করি,খ্রিস্ট-জন্মোৎসবের এই পুণ্য-লগ্নে সেই ঘুমভাঙানি আত্ম-বোধের উপহার যেন আপনাদের আয়ত্ত হয়; পরমপ্রিয় পরমেশ্বর তাঁর নিজের হাতে আপনাদের নামাঙ্কিত, তাঁর শাশ্বত যত্নে আবৃত সেই উপহার,পরম স্নেহের সঙ্গে আপনাদের প্রত্যেকের হাতে তুলে দেবেন।

পরমহংসজি বলেছেন, “ধ্যানই কূটস্থ চৈতন্যে প্রবেশের দুয়ার খুলে দেয়; কূটস্থ চৈতন্যের যে অগ্নিকণা আমাদের মধ্যে প্রচ্ছন্ন রয়েছে,তা থেকে যাতে আমাদের হৃদয়ে ঈশ্বরপ্রেম ও প্রজ্ঞা বিস্তার লাভ করতে পারে, সে দিকে লক্ষ্য রেখে আমাদের অধ্যবসায়ী হওয়া উচিত এবং সূক্ষ্ম-অনুভূতি-সম্পন্ন ও সতর্ক থাকা উচিত”। ঈশ্বরের প্রতি আন্তরিক আনুগত্যের বোধ নিয়ে, জিশু খ্রিস্ট বহির্বিশ্বে তাঁর বহু ঈশ্বর-নির্দিষ্ট কাজের চাপ এড়িয়ে, সুযোগ খুঁজে বার করতেন যাতে তিনি গভীর ধ্যানে নিবিষ্ট হয়ে পরমপিতার সাথে বার্তালাপ করতে পারেন। সৃষ্টির এই নাটকে আমাদের দৃশ্যমান ভূমিকা যা-ই থাকুক না কেন, আমরাও যেন জাগতিক সব কিছু প্রত্যাখ্যান করে, ঈশ্বরলাভের আকুল আকাঙ্খা নিয়ে, আমাদের গুরুদেব প্রদত্ত ধ্যান প্রক্রিয়ার নিয়মিত অনুশীলনকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করি।

জিশু এবং মহাবতার বাবাজির নির্দেশেই প্রাচীন ক্রিয়াযোগ বিজ্ঞানের মতো অমূল্য সম্পদ এই যুগে প্রেরিত হয়েছে। এই বিজ্ঞান-অন্তর্গত প্রক্রিয়া ও জীবনযাপন প্রণালীর, এবং ঈশ্বরের সন্তান হিসাবে তাঁর প্রতি আমাদের নিষ্ঠা ও ভক্তির মাধ্যমে, খ্রিস্টের এবং মহান গুরুদেব ও পরম গুরুদেবদের অনুপ্রেরণাকে নিজেদের জীবনে জাগিয়ে তুলে আমরা আমাদের নিজস্ব শক্তি, আনন্দ, প্রজ্ঞা ও প্রেম উপলব্ধি করতে পারি। যতই আমরা সেটা করতে থাকি, যে কূটস্থ চৈতন্য তাঁদের জীবনে সম্পূর্ণরূপে প্রতীয়মান হয়েছিল, তা আমাদের মধ্যেও ক্রমে ক্রমে জন্ম নিতে থাকবে।

যে সমস্ত বাধা বিঘ্নের সম্মুখীন আমরা হই, সাহসের সঙ্গে তার মোকাবিলা করার এবং অন্তর থেকে তাকে জয় করার শক্তিও প্রদান করে এই প্রকৃত ক্রিসমাস উদযাপন, গুরুদেব যার উচ্চপ্রশংসা করেছেন। ক্রিয়াযোগ, এক দিব্য উপহার,যার আশ্রয় নিলে, ঈশ্বর যে আমাদের জন্য, আমাদের প্রিয়জনেদের জন্য এবং সারা পৃথিবীর জন্য সাহায্যের হাত বাড়িয়েই আছেন, সেই ধারণায় দৃঢ়বদ্ধ হয়ে থাকার ক্ষমতা ধীরে ধীরে বিকশিত হতে থাকবে; আর ক্রমশ এক স্বজ্ঞালব্ধ নিশ্চিত বিশ্বাস আমাদের মধ্যে গড়ে উঠবে যে আমরা কখনোই আমদের দিব্য রক্ষাকর্তার সুরক্ষাকারী আওতার বাইরে থাকিনা। আপনাদের জন্য আমার প্রার্থনা এই যে, এই ক্রিসমাসে এবং সর্বদাই আপনাদের অন্তর এবং পারিবারিক জীবন যেন ঈশ্বর, খ্রিস্ট এবং গুরুদেবদের কাছ থেকে নিত্য প্রবাহিত নিঃস্বার্থ প্রেম ও দীর্ঘস্থায়ী শান্তির উন্নয়নকারী স্পন্দনের ছোঁয়ায়, যে আনন্দ জিশু খ্রিস্ট তাঁর হৃদয়ে অনুভব করতেন, সেই আনন্দে ভরপুর থাকে।

ক্রিসমাস যেন আপনার এবং আপনার প্রিয়জনেদের জন্য পরমানন্দময় হয়, এই কামনা করি,

স্বামী চিদানন্দ গিরি

এই শেয়ার করুন