[যারা] একান্ত আপনভাবে আমায় নিয়ে ধ্যান করে, অবিরাম উপাসনায় আমার সাথে যুক্ত থাকে, আমি তাদের অসম্পূর্ণতা দূর করি এবং প্রাপ্ত বস্তুর সংরক্ষণ স্থায়ী করি।
—গড টকস উইথ অর্জুন: ভাগবত গীতা (৯:২২)
প্রিয় আত্মন,
জন্মাষ্টমীর পবিত্র উপলক্ষ্যে, প্রিয় ভগবান কৃষ্ণের জন্মবার্ষিকীতে প্রীতিপূর্ণ শুভেচ্ছা ! আমরা এই দৈবী প্রেমের রাজকীয় অবতারকে আমাদের ভক্তি ও আনন্দের উৎসবে উদযাপন করি, আমাদের হৃদয় তাঁর সর্ববিদ্যমানতার সান্নিধ্যে প্রবল সচেতনায় রোমাঞ্চিত হোক।
শ্রীকৃষ্ণের সাথে আমাদের শ্রদ্ধেয় গুরু পরমহংস যোগানন্দের গভীর অন্তরঙ্গ ব্যক্তিগত জীবন ও তাঁর দেওয়া শাশ্বত নির্দেশিকা যুগে যুগে আত্মিক মুক্তির বিদ্যমান শাস্ত্র। গুরুদেবের গড টকস উইথ অর্জুন: দা ভাগবত গীতা-য় তিনি যোগ-এর মহান গুরু — ধর্মের পুনঃপ্রতিষ্ঠাতা ও ক্রিয়াযোগের চিরন্তন জ্ঞান — আর আমাদের অন্তরের দিব্য সুহৃদ শ্রীকৃষ্ণের সাথে আমাদের পরিচয় করান। গুরুদেব আমাদের দেখিয়েছেন, গীতার অন্তর্নিহিত সত্য বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত জ্ঞানকে আবদ্ধ করার জন্য যথেষ্ট বিশাল; সর্বোপরি লক্ষ লক্ষ ভক্তের নিজস্ব পথপ্রদর্শক কৃষ্ণের এই শিক্ষার মাধ্যমে তাঁরা ঈশ্বরের অন্তরঙ্গ ঘনিষ্ঠতা ও প্রেমময় আশ্রয় অনুভব করেছেন।
আমাদের দৈনন্দিন জীবন, উচ্চতর জীবনের ধর্মীয় আদর্শ — উদারতা, দয়া, ন্যায়পরায়ণতা, ঈশ্বরের সাথে সমন্বয় — আর অহং-এর পার্থিব চাহিদার সাথে, ধ্যানে অনীহা ও অদূরদর্শী স্বার্থপরতার মধ্যে একটা দিক বেছে নেওয়ার অফুরন্ত সুযোগ দেয়। শ্রীকৃষ্ণের “স্বর্গীয় কীর্তন” হৃদয়ংগম করে আমরা এই ব্যস্ততার, স্বার্থরক্ষাকারী সিদ্ধান্তের, দ্রুতগতির বিশ্বের থেকেও উচ্চতর চেতনায় থাকতে পারি। ঈশ্বর উদারভাবে আমাদের প্রতিদিনের প্রচেষ্টার পরিমাপ করেন, তাঁর বদান্য আশীর্বাদে আমাদের প্রতিটি সাহসী, নিঃস্বার্থ প্রচেষ্টা বলবান হয়।
পরিশীলিত বিচারসম্পন্ন আধ্যাত্মিক প্রচেষ্টা ঐশীশক্তির সাথে যুক্ত হলে মহান মুক্তিদায়ক হয়। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবার আগে কৃষ্ণ, শিষ্য অর্জুনকে হয় তাঁর সমগ্র সৈন্যবাহিনী অথবা একমাত্র তাঁকে সারথি রূপে বেছে নেবার সুযোগ দিয়েছিলেন। অর্জুনের মতো আপনিও উপলব্ধি করুন, ঈশ্বরকে বেছে নিতে — এবং একজন আত্মোপলব্ধ গুরুকে যিনি তাঁর পথদ্রষ্টা — বিজয়কে বেছে নিতে।
জন্মাষ্টমীতে এবং সারা বছরধরে আনন্দের সাথে তাঁর জ্ঞান, ভক্তি, কর্ম ও ঈশ্বরমুখী ধ্যানের রাজকীয় যোগ অবলম্বন করাই ভগবান কৃষ্ণকে সম্মান জানানোর প্রকৃত উপায়। এভাবেই আপনি সফলভাবে স্বচেতনার উন্নতিসাধন করে, অপার্থিব প্রেম, সৌন্দর্য ও আনন্দের ঐক্যতানের প্রভাব বিশ্বময় সঞ্চারিত করবেন। আপনাদের সকলের জন্যে এটাই আমার প্রার্থনা।
জয় শ্রীকৃষ্ণ ! জয়গুরু !
স্বামী চিদানন্দ গিরি