“নতুন বছরে আপনাদের জন্য আমার প্রার্থনা” — শ্রী দয়ামাতা

৩রা জানুয়ারি, ২০২৫

নীচের উদ্ধৃতিটি শ্রী দয়ামাতার ওনলি লাভ: লিভিং দ্য স্পিরিচুয়াল লাইফ ইন এ চেঞ্জিং ওয়ার্ল্ড বইটির “নতুন বছরে আধ্যাত্মিক সুযোগ” শীর্ষক বক্তৃতাটি থেকে নেওয়া হয়েছে। শ্রী দয়ামাতা, পরমহংস যোগানন্দের ঘনিষ্ঠতম শিষ্য, ১৯৫৫থেকে ২০১০-এ দেহরক্ষা করা পর্যন্ত যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া/সেল্ফ-রিয়লাইজেশন ফেলোশিপের অধ্যক্ষ পদে আসীন ছিলেন।

তোমাদের প্রত্যেকের জন্য এই নতুন বছরে আমার প্রার্থনা হল, তোমরা আধ্যাত্মিক পথে তোমাদের সর্বোত্তম এবং মহোত্তম লক্ষ্য পূর্ণ করো।

তোমরা যারা দিব্য প্রেমের সন্ধান করছ, তোমরা তা পেতে পারো; যারা সমন্বয় চাইছ, মানুষের সম্পর্কের মধ্যে তা না খুঁজে বরং ঈশ্বরের মধ্যে তার খোঁজ করো কারণ তিনিই সব সমন্বয়ের মূল ভিত্তি; যারা শক্তি, সাহস বা নম্রতা চাইছ তোমরা এমন কোনো মহান শিক্ষকের কাছে যেতে পারো যিনি তোমাদের এই গুণগুলি অর্জন করতে সাহায্য করবেন, যিনি তোমাদের অন্তস্থিত সুপ্ত দেবত্বকে জাগিয়ে তুলবেন, যাতে তোমরা নিজেদের ঈশ্বরের প্রকৃত সন্তানরূপে দেখতে পাও।

আমার স্মৃতিতে আমি শুনতে পাচ্ছি আমাদের আশীর্বাদস্বরূপ গুরুদেব নতুন বছরের জন্য প্রার্থনা করছেন: “জাগো, আর ঘুমিও না! জাগো, আর ঘুমিও না! জাগো, আর ঘুমিও না!”

শান্তি, আনন্দ, খুশি এবং দিব্য প্রেম পাওয়ার পথ হল তোমাদের চেতনাকে ঈশ্বরে কেন্দ্রীভূত এবং তাঁরই ওপর ন্যস্ত রাখা। একমাত্র ঈশ্বর: এই একটি ভাবের ওপর মনকে একাগ্র করো। “তুমিই আমার ধ্রুবতারা; আমি তোমাতেই বাঁচি, চলি ফিরি, শ্বাস নিই এবং আমার সত্ত্বাকে অনুভব করি। আমি তোমাকে ভালোবাসতে এবং তোমাকে সেবা করা ছাড়া আর কিচ্ছু চাই না।” এই নতুন বছরে এই হোক তোমাদের অবিরাম প্রার্থনা।

দিন রাত্রি ঈশ্বরে মন একাগ্র করো এবং তাঁর প্রেমে নিমজ্জিত হও। একমাত্র তিনিই সত্য। তাঁর প্রেমেই আছে জ্ঞান, নম্রতা, আনন্দ, করুণা, সহানুভূতিশীলতা এবং পরিপূর্ণতা। আমরা যেন প্রত্যেকে আরও আন্তরিকভাবে সেই প্রেমের অন্বেষণ করি।

আরও গভীর ধ্যান করো এবং আরও তীব্র ইচ্ছার সঙ্গে, আরও বিবেকবুদ্ধি এবং একাগ্রতার সঙ্গে তাঁর সেবা করার প্রচেষ্টা করো।

শুধু সেবা করাই যথেষ্ট নয়; একে এক বিশেষ সুযোগ হিসেবে বিবেচনা করে, আরও উৎসাহ, আনন্দ এবং হৃদয়ে ভালোবাসা নিয়ে সেবা করো।

ঈশ্বরের কীর্তন করে নতুন বছরের সকল দিনে আমরা যেন এক আনন্দময় চেতনার ভাব নিয়ে চলি, যেমন ভাবে শুরু করেছি সেইভাবেই যেন বছর শেষ করতে পারি শুধুমাত্র সেই একজনের কথা ভেবে।

এই শেয়ার করুন