দিব্যপ্রেম প্রসঙ্গে পরমহংস যোগানন্দ

২৭ শে ফেব্রুয়ারী, ২০২৪

দিব্যপ্রেম-প্রসঙ্গে-পরমহংস যোগানন্দ

দিব্য প্রেমের কণা মাত্রও যদি তুমি অনুভব করতে পার, তাহলে তোমার আনন্দ এত অসাধারণ,এত প্রবল হবে যে, তা তুমি ধরে রাখতে পারবে না।

ধ্যানে ঈশ্বর সংযোগে এক সুমহান প্রেমের অভিজ্ঞতা হবে তোমার। আত্মা ও পরমাত্মার মধ্যে প্রেম হল নিখুঁত প্রেম, যা তোমরা সকলেই খুঁজছ। ধ্যানের মাধ্যমে ভালোবাসা বৃদ্ধি পায়, তীব্র আবেগে রোমাঞ্চ জাগে হৃদয়ে… গভীর ধ্যানের মাধ্যমে এমন প্রেমের উদ্ভব হয়, যা কোনো ভাষায় বর্ণনা করা যায় না; তুমি তাঁর সেই ঐশ্বরিক প্রেম অনুভব করতে পারবে আর সেই পবিত্র প্রেমে অন্যদের ভরিয়ে দিতে পারবে।

আমার মনে আছে, যখন আমার গুরু [স্বামী শ্রী যুক্তেশ্বর ] আমাকে জিজ্ঞাসা করেছিলেন, ‘তুমি কি সবাইকে সমানভাবে ভালোবাসো?’ আমি বললাম, ‘হ্যাঁ।’ কিন্তু তিনি বললেন, ‘উঁহু, এখনও নয়, এখনও নয়।’ তারপর আমার ছোটো ভাই রাঁচিতে আমার স্কুলে পড়তে এলো, আর আমার মনে হল যে সে আমার নিজের। তখন আমি বুঝতে পারলাম কেন আমার গুরুদেব বলেছিলেন, ‘এখনও নয়।’ ধীরে ধীরে সেই চেতনা ম্লান হয়ে গেল এবং আমি বুঝতে পারলাম যে আমার ভাই সমগ্র মানবতার একটি অংশ যাকে আমি ভালোবাসি….একদিন, আবার, গুরুদেব আমাকে জিজ্ঞাসা করলেন, ‘তুমি কি সারা পৃথিবীকে ভালোবাসো?’ আমি শুধু বললাম, ‘ভালোবাসি।’ তখন তিনি হেসে বললেন, ‘তোমার কর্ম সম্পূর্ণ হয়েছে।’

ঈশ্বরের প্রতি ভালোবাসা, আত্মার প্রতি ভালোবাসা, এক সর্বগ্রাসী ভালোবাসা। একবার একে অনুভব করলে পর, এ তোমায় অনন্ত জগতে নিয়ে যেতে থাকবে। আর সেই ভালোবাসা তোমার হৃদয় থেকে কখনও দূরে সরে যাবে না। সেই ভালোবাসা প্রজ্বলিত থাকবে এবং এর আগুনের আভায় তুমি খুঁজে পাবে আত্মার মহান চুম্বক শক্তিকে, আর তা অন্যদেরকে তোমার প্রতি আকর্ষণ করে আনবে, এর সঙ্গে তোমার যা প্রকৃত প্রয়োজন বা আকাঙ্খা, সে সব কিছুই।

মনে রেখো: যখন আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব, তখন কেবল ভালোবাসাই আমার স্থান নিতে পারবে। দিনরাত ঈশ্বরের ভালোবাসায় এতটাই মত্ত থাকো, যে ঈশ্বর ছাড়া আর কিছুই জানবে না; আর সেই ভালোবাসাই সকলকে বিতরণ করো।

—পরমহংস যোগানন্দের দেহত্যাগের কিছু পূর্বে শ্রীশ্রী দয়ামাতাকে (এসআরএফ-এর তৃতীয় অধ্যক্ষ ) বলা

এই বিষয়ে পরমহংস যোগানন্দর আরও অনুপ্রেরণামূলক ভাষণ আমাদের ওয়েবসাইটের “সম্যক জীবনযাপন জ্ঞান” শিরোনামে “প্রেম: মানবীয় এবং ঐশ্বরিক” পৃষ্ঠায় পাওয়া যাবে।

এই শেয়ার করুন